New York Bangla Life
বাংলাদেশ

রাজনৈতিক দল খোলার কথা বলিনি: সমন্বয়ক মাহফুজ আলম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দল খুলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়নি।এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, রয়টার্সে দেওয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে। আর সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছে। রয়টার্সে আমার বক্তব্য ছিল, আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি। গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়ে ও কাজ করব। এ কাজে অন্তত এক মাস লাগবে।

তিনি বলেন, আমাদের কথা রয়টার্সও লিখেছে এক মাস পর নির্ধারিত হবে, আমরা দল করব কি করব না! তবে, রয়টার্স একটি ভুল করেছে, নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে। অথচ, নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুব কমই কথা হয়েছে। কৃষ্ণ কৌশিককে আমি লিখেছি, উনি হয়ত এটা এডিট করে দেবেন।

মাহফুজ বলেন, রয়টার্সের সাংবাদিক বারবার জিজ্ঞাসা করছিলেন, দ্বিদলীয়কাঠামো নিয়ে এবং তা উৎরে যেতে রাজনৈতিক দল করব কি না। আমি বলেছি, আমরা দল বা ব্যক্তি নয়, ব্যবস্থার সংস্কার চাচ্ছি। যাতে যে দলই আসুক তাকে জনগণের প্রতি দায়বদ্ধ হতে হয়। কিন্তু, এমনভাবে বলা হল যেন আমি মাইনাস টু চাচ্ছি। যেটা আমার উদ্দেশ্য না অবশ্যই।

তিনি আরও বলেন, আমাদের এখনকার লক্ষ্য, রাজনৈতিক লড়াইকে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কাজের দিকে চালিত করা। উপযুক্ত সময়ে রাজনৈতিক গঠন/গড়ন কেমন হবে, তা সবাই জানতে পারবেন।

Related posts

জয়-পুতুল-ববি ছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ যাদের

Ny Bangla

উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ ২২ জন

Ny Bangla

আর কোনো নতুন বয়ান চাই না: আমীর খসরু

Ny Bangla

জবাব তোমায় দিতে হবে, দেশটা তোমার একার নয়

Ny Bangla

পানি বণ্টন নিয়ে ভারতকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার ‘হুঙ্কার’

Ny Bangla

আত্মসমর্পণের পর কারাগারে আমার দেশ সম্পাদক

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy