বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের পরিচয় অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
১৯ আগস্ট বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এ কথা বলেন।
সারাদেশে সিটি করপোরেশন ও পৌর মেয়র, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ চেয়ারম্যান, মেয়র বাতিল হয়েছে। এরপর বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকে না।”
এই বীর মুক্তিযোদ্ধা বলেন, “দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতেরও না, দেশটা চৌদ্দ দলেরও না, দেশটা আঠারো কোটি মানুষের। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।”
১৫ আগস্ট ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করা হয়। এ হামলা সম্পর্কে তিনি বলেন, “কিছু লোক বলে বিএনপি ভেঙেছে, কিছু লোক বলে জামায়াত-শিবির ভেঙেছে। আমি বলি এটি শয়তান ভেঙেছে। যদি আমার আরেকটি গাড়ি ভাঙচুর করেও দেশের শান্তি আসে তাতেও আমার কোনো দুঃখ নেই।”
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজদে জয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জয় বাবা, তুমি যেগুলা বলো তাতে এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল, তাদের এখন জীবন বাঁচে না। তুমি সকালে এক কথা, বিকেলে এক কথা বলে মানুষের কষ্ট আর বাড়িয়ে দিও না। আদব কায়দা শেখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না।”
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

previous post
next post