লন্ডনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ পালিত হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে ‘কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ’ নামের সংগঠন।
ইংল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে অবস্থান নিয়ে মার্চ ফর জাস্টিস পালন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে স্মারকলিপি দিতে যান; কিন্তু সেখানে কর্তব্যরত কেউ বের না হওয়ায় নিরাপত্তাকর্মীদের হাতে স্মারকলিপি দিয়ে আসেন কর্মসূচির একজন সংগঠক।
অপরদিকে ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। বক্তারা সেখানে বাংলাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নির্বিচার হত্যা, গ্রেপ্তার ও হয়রানির তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সর্বাত্মক সমর্থন জানানো হয়। প্রতিবাদ সভায় যোগদানকারী ‘গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের’ শামসুল আলম বলেন, ‘আমরা ছাত্রদের সকল দাবির সঙ্গে একমত প্রকাশ করেছি।
সাম্প্রতিক সহিংসতায় দুই শতাধিক মানুষের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জাতিসংঘের অধীন তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।’