New York Bangla Life
বাংলাদেশ

শিক্ষার্থী, শিক্ষক ও আইনজীবিদের মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

বাংলাদেশের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায়ও বিক্ষোভ হচ্ছে। এ দুই জায়গায় মিলিয়ে ৩-৪শ মানুষ রয়েছে।

হাইকোর্টের মাজার রোডের সামনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অবস্থান নেন। পরে আরও ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি মিছিল যোগ দিতে এলে তাদের বাধা দেয় পুলিশ। এগুতে না পেরে সেখানেই বসে পড়েন শিক্ষকরা।

এর এক পর্যায়ে কর্মসূচিতে অংশ নেওয়া ৪ জনকে আটক করে পুলিশ। তাদের সেখান থেকে নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে পুরান ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। আইনজীবীদের একটি দল ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ মিছিলটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যায়। এ সময় তারা ‘মার্চ ফর জাস্টিস’ এর সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন।

এদিকে ঢাকার নিম্ন আদালতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে । আদালতের প্রধান ফটকগুলো বন্ধ করে রাখে। শুধু আইনজীবী, সহকারি ও কাজে এসেছেন এমন ব্যক্তিদের আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

Related posts

সোশ্যাল ইসলামী ব্যাংক ৭৯২৪ কোটি টাকা খেলাপি ঋণ গোপন করেছে

producer

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি রাজা কৃষ্ণমূর্তির

Ny Bangla

গণ-অভ্যুত্থানে গঠিত সরকার জনগণের সরকার: তারেক রহমান

Ny Bangla

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমাবেশ

Ny Bangla

পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই: তারেক রহমান

Ny Bangla

আওয়ামী লীগ সরকারের বড় নেতাদের ফেসবুক পেজ উধাও

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy