New York Bangla Life
Image default
বাংলাদেশ

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে অ্যামেরিকার সম্পৃক্ততা নেই: বেদান্ত প্যাটেল

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে অ্যামেরিকার ইন্ধনের অভিযোগ হাস্যকর বলেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার অ্যামেরিকা পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ, অ্যামেরিকা তার বিরুদ্ধে গণবিক্ষোভের আয়োজন করেছে। যার ফলে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। এ বিষয়ে আপনার (বেদান্ত প্যাটেল) কী কোনো মন্তব্য আছে?
এমন প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এটা হাস্যকর।

শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে অ্যামেরিকা জড়িত ছিল, এমন ধারণা মিথ্যা। আমরা সাম্প্রতিক সময়ে অনেক বিভ্রান্তিকর তথ্য দেখেছি। ডিজিটাল মাধ্যমে তথ্যের বিশ্বাসযোগ্যতা জোরদার করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে।’

এর আগে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে জানান, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে অ্যামেরিকার ভূমিকার খবর সঠিক নয়। বাংলাদেশের জনগণের ইচ্ছেতেই এ পরিবর্তন এসেছে। বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ক্যারিন আরও বলেন, অ্যামেরিকা বিশ্বাস করে জনগণই তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে অ্যামেরিকার কোনো ভূমিকা নেই। এ ধরনের যেকোনো দাবি গুজব ও মিথ্যা। এই ঘটনায় অ্যামেরিকার সম্পৃক্ততা নিয়ে যেকোনো অভিযোগ সম্পূর্ণ অসত্য। বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই এটি হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।’

তারও আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে অ্যামেরিকাকে দায়ী করেছেন। সেন্টমার্টিন দ্বীপ অ্যামেরিকার হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

Related posts

সময় টিভির এমডিকে অপসারণের অপচেষ্টা

Ny Bangla

সংবিধান অনুযায়ী ইউনুস সরকার বৈধ না অবৈধ ?

saeimkhan

মোস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা করায় নিন্দা জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ

Ny Bangla

অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান সিপিবির

Ny Bangla

বন্যা পরিস্থিতির অবনতি ; চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ

Ny Bangla

বাংলাদেশে বন্যা: কেন ভেঙ্গে পরেছে বিশ্বমানের দুর্যোগ ব্যবস্থাপনা?

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy