New York Bangla Life
Image default
বাংলাদেশ

শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি বিএনপির

রাজধানী ঢাকাসহ সারা দেশে ‘অবস্থান’ কর্মসূচি পালন করেছে বিএনপি। ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ‘গণহত্যা’র অভিযোগে শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচারের দাবিতে বিএনপির দুই দিনের অবস্থান কর্মসূচির প্রথম দিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়।

বৃহস্পতিবারও ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপিসহ যুবদল ও ছাত্রদল।

১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ আবার সংগঠিত হতে পারে, এমন আশঙ্কায় বিএনপি ‘গণহত্যা’র অভিযোগে বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে দুই দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়ার কর্মসূচি দেয়।

নয়াপল্টনের কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বলেন, শেখ হাসিনার নির্দেশে যারা দেখামাত্র মানুষ হত্যা করেছে, সেসব পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির ও আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। কর্মসূচিতে বিএনপির এবং দলটির অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে অবস্থান কর্মসূচিতে উপস্থিতি ছিল কম।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন জানান, বৃহস্পতিবারও সারা দেশে প্রত্যেক জেলা, উপজেলা এবং ঢাকায় ওয়ার্ডগুলোতে অবস্থান কর্মসূচি চলবে।

Related posts

৭৫ এর সাথে বর্তমান প্রেক্ষাপট কি এক?

saeimkhan

বিএনপি কি আবারও বাস মিস করছে?

Ny Bangla

সোহরাওয়ার্দীতে ‘ইসলামি সম্মেলন’: ঢাবিতে মেয়েদের ভয়ের একদিন

Ny Bangla

ইউনূস সরকার: ‘দেহায় মুরগি, খাওয়ায় ডাইল’

Ny Bangla

সাবেক তিন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা

Ny Bangla

হাইকোর্টে ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy