আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর দপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ জারি করা হয়েছে।
দেশজুড়ে সংঘর্ষের কারণে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্প এলাকা, জেলা ও উপজেলা সদরের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ প্রথম আলোকে এ তথ্য জানান।
এর আগে গত রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে আজ থেকে ঢাকা মহানগরী, ঢাকা জেলা, গাজীপুর শহর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গ্রামীণ এলাকা ছাড়া প্রায় সারা দেশে আজ সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির কারণে গত ১৯ জুলাই সারাদেশে কারফিউ জারি করে সরকার। প্রথমত, ওই দিন দুপুর ১২টা থেকে কারফিউ শুরু হয়। পরে বিভিন্ন এলাকায় কারফিউ শিথিল করা হচ্ছে।
গতকাল এক দফা দাবিতে সরকারের পদত্যাগের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত 18 জন প্রাণ হারিয়েছেন।