বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার যতদিন গণতন্ত্রের পক্ষে থাকবে, বিএনপি ততদিন তাদের সমর্থনে থাকবে। ঢাকায় অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনাসহ জড়িত সবার বিচার দাবিতে দুই দিনের অবস্থান কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাদের অভিযোগ, শেখ হাসিনার সরকার ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। তারা আরও বলেন, বিএনপির কেউ বিপদে দেশ ছেড়ে পালায় না।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক মানবতাবিরোধী আইনে শেখ হাসিনা সরকারের সবার বিচার করতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, ‘এখনো সময় আছে আপনারা আর ঝামেলা করেন না। কারণ ঝামেলা করলে টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করে ছিলেন সেখানে যাবেন, ৩২ নম্বরে গিয়ে ফুল দিবেন। কারোতো আপত্তি ছিল না, ছাত্ররা দখল তো নেইনি। আপনারা যেতে পারেননি কেন? ওই মানুষটাকে কেউ দেখতে চাই না।’
তিনি বলেন, বিএনপি চায় নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক, এ সরকার যৌক্তিক সময় শেষে নির্বাচন দেবে বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের।
তিনি আরও বলেন, ‘এটা হচ্ছে তত্তাবধায়ক সরকারের আন্দোলনের ফসল। আমরা তাদেরকে ততক্ষণ পর্যন্তই সমর্থন দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। খালেদা জিয়া মুক্তি পেয়েছেন কিন্তু এখনো তারেক জিয়া দেশে ফিরে আসতে পারেনি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের যেসকল নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে সেসব মামলা প্রত্যাহার করতে হবে।’
এদিকে আন্দোলনে গুম-খুন-হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিলও করেছে দলটির নেতাকর্মীরা।

previous post
next post