New York Bangla Life
বাংলাদেশ

সাংবাদিক রেহনুমার মৃত্যু এবং কিছু কথা

জিটিভির নিউজরুম এডিটর সারা রাহনুমা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

তার মরদেহ রাজধানীর হাতিরঝিল থেকে উদ্ধার করেছে পুলিশ। একজন সহকর্মীর এমন মর্মান্তিকভাবে চলে যাওয়া মেনে নেয়া যায় না।

২৮ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ১০ ঘণ্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সালের সঙ্গে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।


সেখানে তিনি লেখেন, “আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগল, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন, আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন।”

এ ছাড়া ১১ ঘণ্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লেখেন, “জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।”

রাহানুমা সারাহ জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারাহ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে।


নিহতকে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, হাতিরঝিল লেকে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাই। পরে ঢামেকে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তবে কয়েকটি ঘটনা এখানে উল্লেখ না করলেই নয় প্রথম কথা, মাত্র তিন দিন আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতিক কে খুনের মামলা দেখিয়ে আটক করা হয়েছে।

দ্বিতীয়ত গাজী সাহেবকে আটকের পরদিন গাজী ট্যায়ার ফ্যাক্টরি তে আগুন দিয়ে লুটপাট করা হয়েছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় প্রায় ১৮০ জন পুড়ে মারা গেছে। তাদের নিয়ে কোন মাথাব্যথা নেই বর্তমান সরকারসহ আজকের সুশীল সমাজের প্রতিনিধিদের। আবার এই সময়ে কিছু গণমাধ্যম তারানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের মৃত্যু নিয়ে কাল্পনিক নিউজ প্রচার করছে বিতর্কিত সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দীকে নিয়ে।

এরপর সবচেয়ে মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা সাংবাদিক রেহনুমা সারার মৃত্যু। রহস্যময় মনে হচ্ছে তার সহকর্মীদের কাছে।

Related posts

‘শেখ হাসিনা দিল্লিতেই, ভারত ছেড়ে কোথাও যাননি’

Ny Bangla

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

Ny Bangla

বঙ্গভবন থেকে সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

Ny Bangla

পোশাক শ্রমিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস

Ny Bangla

রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন

Ny Bangla

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy