বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারির ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে সেই অ্যাকাউন্টগুলির লেনদেন এবং স্থিতি সম্পর্কে রিপোর্ট করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১১ আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার স্ত্রী নূরান ফাতিমা ও মেয়ে নাফিসা জুমায়না মাহমুদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়।
গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এবং সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশ ছেড়েছেন। অনেকে আত্মগোপনে রয়েছেন।
previous post