বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সারা বাংলাদেশে গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের দিক হতে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে দিকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ধানমন্ডি, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা এ সময় বায়তুল মা’মুর মসজিদের সামনে থাকা বিপুলসংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।
এদিকে একই দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র-জনতা। এছাড়া উত্তরা, বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষদের।
previous post