আমির হামজার বিরুদ্ধে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশির মধ্যে চরমপন্থা প্রচার করার অভিযোগ উঠে এসেছে। ৯ আগস্ট আমির সিঙ্গাপুরে প্রবেশ করেন বলে জানায় সিঙ্গাপুরের সংবাদমাধ্যম মাদারশিপ। সন্দেহভাজন তার বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মাদারশিপের একটি প্রতিবেদনে বলা হয়, চরমপন্থার প্রশিক্ষণ দেওয়ায় অভিযুক্ত আমির হামজা বাংলাদেশেও চরমপন্থী শিক্ষা এবং সন্ত্রাসী যোগসূত্রের জন্য অভিযুক্ত হয়েছিলেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম জানান, সন্দেহভাজন হামজা মোহাম্মদ আমির বা আমির হামজা তাঁর খুতবায় অনেক চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী বিবৃতি দিয়েছেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আমির হামজাসহ যে অনুষ্ঠানে তিনি খুতবা পাঠ করেছেন, সেই অনুষ্ঠানের সংগঠক এবং জড়িত অন্য সবার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আমির হামজা তাঁর উপদেশে ধর্মীয় অসহিষ্ণুতা, ঘৃণা ও সহিংসতা প্রচার করার পর বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা বলেন।
তিনি বাংলাদেশে সক্রিয় আল কায়েদাপন্থী সন্ত্রাসী সংগঠন আনসার আল-ইসলামের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। ২০২১ সালে সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্র থাকার দায়ে বাংলাদেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
আমির হামজা ভিন্ন নাম ও পাসপোর্ট ব্যবহার করে সিঙ্গাপুরে প্রবেশ করেছেন বলেও জানা গেছে। ৯ আগস্ট বাংলাদেশি শ্রমিকদের বসবাস করা একটি ডরমিটরিতে গিয়ে বক্তব্য দিয়েছেন।
এ সময় শ্রমিকদের চরমপন্থী এবং বিচ্ছিন্নতাবাদী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য প্ররোচিত করেন তিনি। বাংলাদেশে থাকা কিছু উগ্রপন্থীকে ইসলামের ঘাঁটি হিসেবেও আখ্যা দেন। তাঁর নির্দেশিত এসব ব্যক্তির মধ্যে বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ দল জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাও রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আমির হামজা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারকে অত্যাচারী হিসেবে চিহ্নিত করেন এবং বিরোধিতাকারীদের ওই সরকার মৃত্যুদণ্ড দিয়েছে বলেও দাবি করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯ আগস্ট চরমপন্থী বক্তব্য দেওয়ার এক দিন পর ১০ আগস্ট সিঙ্গাপুর ত্যাগ করেন আমির হামজা। তবে তাঁর বক্তব্যের বিষয়ে সিঙ্গাপুরের পুলিশ তথ্য পায় গত ১২ আগস্ট।
সিঙ্গাপুরের জনসমাগমগুলো ‘পাবলিক অর্ডার অ্যাক্ট-২০০৯ ‘- এর অধীনে নিয়ন্ত্রিত হয় এবং পুলিশের অনুমতি ছাড়া এ ধরনের সমাবেশ করা দেশটিতে শাস্তিযোগ্য অপরাধ। সে ক্ষেত্রে আমির হামজা বা ওই খুতবা পাঠের সংগঠকদের কেউই প্রয়োজনীয় অনুমোদন নেননি।
জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং যদি তারা সিঙ্গাপুরের আইন লঙ্ঘন করে বা নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করে বলে প্রমাণিত হয়, তবে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিঙ্গাপুরে কয়েক সংখ্যক বাংলাদেশি আইন মান্য করেই বসবাস করেন। ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মাত্র ৪০ জন কর্মীর বিরুদ্ধে তদন্ত হয়েছে। ‘বর্তমানে বাংলাদেশের প্রায় দুই লাখ কর্মী রয়েছে। এর মধ্যে ৪০ একটি ছোট সংখ্যা।’
এই সকল কারণে ২৪ আগস্ট সিঙ্গাপুর সিকিউরিটি আইএসডি অভিবাসী কর্মীদের সাথে একাধিক সেশনের পরিকল্পনা করে।
আইএসডি জানায় “এই ধরনের বিদেশী মৌলবাদী প্রচারকদের দ্বারা প্রচারিত চরমপন্থী এবং বিচ্ছিন্নতাবাদী শিক্ষার বিপদ সম্পর্কে তাদের সতর্ক করার জন্য সেশনগুলির আয়োজন করা সিদ্ধান্ত নেয়া হয়’।
previous post