অসহযোগ আন্দোলন ঘিরে সারা বাংলাদেশে ব্যাপক সহিংসতা হয়েছে। সিরাজগঞ্জ শহর ও রায়গঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় ৯ জন নিহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আন্দোলনবিরোধী মিছিল বের করা হয়। এর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মিছিল বের করেন।
মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণ দেখা যায়। একপর্যায়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়।
এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলায় টিকতে না পেরে বিভিন্ন দিকে চলে যান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি।