সিলেটের শাহপরান (রহ.) মাজারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। মাজারে হামলার ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। হামলাকারীরা মাজারে অবস্থানরত ভক্তদের মারধর ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার থেকে শাহপরান মাজারে বার্ষিক ওরস চলে। ওরসের কোনো অসামাজিক কার্যকলাপ যাতে না ঘটে সেজন্য স্থানীয় শিক্ষার্থীদের দ্বারা প্রতিদিন নজরদারি করা হয়।
এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতেও তারা মাজারে নজরদারি করেন। এমন অবস্থায় মাথায় লাল কাপড় পরা একদল লোক ওরশে এসে বিনা উসকানিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলার খবর পেয়ে আশপাশের এলাকাসহ জৈন্তাপুর উপজেলা থেকে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে মাজারে আসেন। চড়াও হয় ওরসপন্থীদের ওপর। ওরস পন্থীর তৈরি তাঁবু ধ্বংস করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, সোমবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল। দুর্বৃত্তরা মাজারে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’
previous post