সিলেটে টানা সাড়ে তিন ঘণ্টা ধরে চলে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ । সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়।
বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার এই সংঘর্ষ হয়।
হাজারো ছাত্র-জনতা নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে কর্মসূচিতে অংশ নেন।
এরপর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় একটু পরপরই পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে।
সংঘর্ষে পুলিশ ছয় সদস্য, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পথচারীসহ সব মিলিয়ে শতাধিক আহত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই পুলিশ আক্রমণ শুরু করলে পরিস্থিতি ঘোলাটে হয়।
ফেরার পথে অনেক শিক্ষার্থীর ওপর নগরের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হামলা চালায়।
previous post
next post