সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় দাবানল। তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্টেইটটির বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশি দাবানলের খবর পাওয়া গেছে। সেখানকার বাসিন্দাদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
মারিপোসা কাউন্টির ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে সৃষ্ট দাবানলে এখন পর্যন্ত ৯০০ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। অগ্নি নির্বাপণ কর্মকর্তারা বলছে, এখন পর্যন্ত দাবানলের ২০ শতাংশ নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়েছে।
মাইপোসা কাউন্টির বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। প্রায় ১,১০০ মানুষকে সেখান থেকে নিরাপদ স্থানের দিকে সরে যেতে হবে।
ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট এর তথ্যমতে, অগ্নি নির্বাপণকর্মীরা মারিপোসা কাউন্টির পূর্ব দিকে একটি ফায়ার লাইন তৈরি করে ওই দিকে আগুন নেভানোর ওপর চেষ্টা করছে।
এদিকে বাট কাউন্টিতে দাবানলে ৩ হাজার ৭০০ একরের বেশি বনভূমি পুড়ে গেছে যার ৪৬ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলের আগুনে ২৫ টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আগুন নেভানোর সময় তিনজন আহত হয়েছে। এই দাবানল সৃষ্টির কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।