আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপই সর্বশেষ কথা। এরপরই আসে বিভিন্ন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরগুলো। যেখানে ইউরো আর কোপা অ্যামেরিকা নিয়েই আলোচনা চলে বেশি। তবে প্রতিবারই একটা প্রশ্ন সামনে চলে আসে, কোনটি জেতা বেশি কঠিন? ইউরো নাকি কোপা অ্যামেরিকা?
গত কয়েকটি ইউরো ধরেই অংশ নিচ্ছে ২৪টি দল। যেখানে কোপা অ্যামেরিকায় কখনও ১০, কখনও বা ১২টি দল অংশ নিয়ে থাকে। এবার খেলছে ১৬টি দল। কানাডার বিপক্ষে সেমি-ফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে উত্তর দিতে হলো- ইউরো আর কোপার মধ্যে কোনটি বেশি কঠিন।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা কোচ সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কোপা জেতা কোনো অংশেই ইউরো জেতার চেয়ে কম নয়, ‘একটির থেকে আরেকটি কঠিন নয়। এখানে অনেকগুলো বিষয় কাজ করে।
সেমিফাইনালে কানাডাকে হারালেই টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। ১০ জুলাই কানাডার মুখোমুখি হবে দলটি। এবারই প্রথম কোপা অ্যামেরিকায় খেলছে কানাডা। প্রথমবারেই সেমি-ফাইনালে উঠে গেছে দলটি। গ্রুপ পর্বে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
অ্যামেওরিকার মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি হবে। কানাডার বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলীয় অধিনায়ক লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইনজুরির কারণে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না। কিছুটা অস্বস্তি নিয়ে খেলতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি।
বুধবারের ম্যাচের আগে বড় প্রশ্ন মেসির ইনজুরি শঙ্কা। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি উড়িয়ে দিলেন সব শঙ্কা। সেমিফাইনাল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। তো আগামীকালের (বুধবার) ম্যাচে সে থাকবে। আমাদের জন্য সে খুব জরুরি।
এদিকে, সেমিফাইনালে মেসির সঙ্গে দেখা যেতে পারে ডি মারিয়াকেও। পুরোপুরি ফিট না হওয়ায় কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা।
তবে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে লিওনেল স্কালোনি খেলাতে পারে বলে জানিয়েছে তারা।
previous post
next post