New York Bangla Life
Image default
খেলাধুলা

অ্যামেরিকার কুইন্সি হলের গলায় সোনার পদক

১০০ বছর আগে পুরুষদের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিল ইংল্যান্ড। প্যারিস অলিম্পিকে সেই অপেক্ষার অবসান হতেই চলেছিল। কিন্তু নাটকীয় দৌড়ে রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। আমেরিকার কুইন্সি হলের গলায় উঠেছে সোনার পদক।

ফিনিশিং লাইন পেরিয়ে যেতে হলের লেগেছে ৪৩.৪০ সেকেন্ড। প্রথম ৩০০ মিটারে তিনি একবারও প্রথম তিনে পৌঁছাতে পারেননি। শেষের দিকে গতি বাড়িয়ে একে একে ছাড়িয়ে যান সবাইকেই।

লম্বা সময় প্রথম স্থানে থাকা ম্যাথু হাডসন-স্মিথকে সোনার আক্ষেপে পুড়তে হয়েছে। ২৯ বছর বয়সী এই ব্রিটিশ ক্রীড়াবিদ বুধবার ৪৩.৪০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে রুপা জিতেছেন। ১৯২৪ সালে এরিক লিডেলির পর গ্রেট ব্রিটেনের কেউ এখনো স্বর্ণ পদক জিততে পারেননি।

অন্যদিকে ২৬ বছর বয়সী হল যুক্তরাষ্ট্রকে বহুদিন পর এই ইভেন্টে সোনার পদক এনে দিয়েছেন। এর আগে সবশেষ ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে লাশন মেরিট জিতেছিলেন সোনা।

স্তাদে দে ফ্রান্সে এবার প্রথম পাঁচজনই ৪৪ সেকেন্ডের ভেতরে ৪০০ মিটার দৌড় শেষ করেছেন। তৃতীয় হয়েছেন জম্বিয়ার মুজালা সামুকোঙ্গা। ২১ বছর বয়সী সামুকোঙ্গা ৪৩.৭৪ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

অলিম্পিকের মঞ্চে অন্তত নিজের সেরাটা সকল ক্রীড়াবিদই দিতে চান। ৪০০ মিটারে প্রথম হওয়া তিনজনই তা পেরেছেন। ব্যক্তিগত সেরা টাইমিং গড়েছেন হল ও সামুকোঙ্গা। হাডসিন-স্মিথ তার ইউরোপিয়ান রেকর্ড টাইমিংকে আরও ভালো করেছেন এবারের অলিম্পিকে।

———————————————————————————-


আরো খবর দেখতে এখানে ক্লিক করুন এবং ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Related posts

আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স

Ny Bangla

সেমিফাইনালে মেসি খেলতে পারবেন কি ?

Ny Bangla

অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন মারশাঁ

Ny Bangla

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢালিউডের ‘কিং খান’

saeimkhan

সমুদ্র ভ্রমণে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

Ny Bangla

ব্যাটসম্যানদের তালিকায় ইংলিশ ব্যাটার জো রুট

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy