New York Bangla Life
Image default
বাংলাদেশ

জনগণ কোনও শাসকের অন্যায় মেনে নেবে না: সোহেল তাজ

কোটা আন্দোলনের মাধ্যমে এই বার্তাটি স্পষ্ট, বাংলাদেশে কোনও শাসক ইচ্ছামতো দেশ চালাতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠা না হলে আবারও তরুণরা গর্জে উঠবে। জনগণ কোনও শাসকের অন্যায় মেনে নেবে না বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যারা অপরাধ করেছে, তাদের বিচারের দাবি জানাই। কিন্তু বাহিনীর সকল সদস্যদের প্রতিংসার মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। তাদের ছাড়া সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয়।

সোহেল তাজ আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সোচ্চার ছিলাম। তাদের ওপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছিলাম। এই আন্দোলনে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। অনেকে চিকিৎসাধীন রয়েছেন।

কিন্তু বিজয়ের পর দেশজুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড ও সুযোগসন্ধানীদের কাণ্ড দেখে অন্যান্যদের মতো আমিও ব্যথিত। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে আগুন ও ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এতে আমাদের কতটুকু লাভ হলো?

তিনি বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মন্দির-গীর্জায় আক্রমণ হয়। অনেকের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হয়। অনেক মানুষ নিহত ও আহত হয়। এছাড়া আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষেরও ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয় । এরূপ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

এ সময় দেশের বর্তমান পরিস্থিতে থেকে মানুষের জানমাল রক্ষা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবেদনও জানান।

সোহেল তাজ বলেন, অরাজকতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে। সবাই মিলে এই সংকট মোকাবেলা করতে হবে। নাহলে বাংলাদেশ এক গভীর সমস্যার মুখোমুখি হবে।

বাংলাদেশের আরো খবর জানতে এখানে ক্লিক করুন ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Related posts

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না: ড. আসিফ নজরুল

Ny Bangla

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ সময় জানালেন সেনাপ্রধান

Ny Bangla

বাংলাদেশে প্রশিক্ষণের মধ্যে আরও ৫৮ এসআইকে অব্যাহতি

Ny Bangla

২৬ লক্ষ ভারতীয় নিয়ে আসিফ নজরুলকে প্রশ্ন

Ny Bangla

তিন চার বছর ধরে নিষেধ করেছি , আমলে নেয়নি || New York Bangla Life

saeimkhan

যেকোনো সময় জামায়াত-শিবির নিষিদ্ধ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy