অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়।
এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বলেন, প্রয়োজনে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে। পরে এ জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এরপর তিনি আওয়ামী লীগকে দল গঠনের আহ্বান জানান। তার বক্তব্যে শুরু হয় সমালোচনা।
এই বক্তব্যের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে সতর্ক করে। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখা কমিটি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনও তার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
previous post
next post