New York Bangla Life
Bangladesh

হিযবুত তাহরির নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

হিযবুত তাহরির দাবি করছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল।

সংগঠনের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ দাবি করেছেন, হিযবুত তাহরির একটি আদর্শ-ভিত্তিক ইসলামি রাজনৈতিক সংগঠন, কোনো জঙ্গিবাদী সংগঠন বা সন্ত্রাসী সংগঠন নয়। ২০০৯ সাল পর্যন্ত তাদের অফিস ছিল এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ অনেকেরই যাতায়াত ছিল।

সংগঠনটির দাবি বিডিআর বিদ্রোহের পর আওয়ামী লীগ সরকারের ‘ষড়যন্ত্র’ প্রকাশ করে লিফলেট বিতরণের কারণেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে।

ইমতিয়াজ বলেন, সিম্পলি একটা প্রেসনোট। এখানে কোনো স্মারক নাম্বার নেই, এসআরও নাম্বার নেই, কোন আইনের দ্বারা আমাদের নিষিদ্ধ করা হবে সে আইনের উল্লেখ নেই। আইনের কোনো উপধারা সেটা উল্লেখ নেই। সিম্পলি গায়ের জোরে স্বৈরাচারী কায়দায় আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, সেইম ভাবে নিষিদ্ধ কিন্তু জামায়াতে ইসলামীকে করা হলো। জামায়াতের নিষিদ্ধটা প্রজ্ঞাপন দ্বারা করেছে আমাদের ক্ষেত্রে প্রজ্ঞাপন  জারি করেনি। তাহলে জামায়াতের নিষেধাজ্ঞা যদি উঠিয়ে ফেলতে পারে, আমরা বলতে চাই আমাদের ক্ষেত্রেও সেইম জাস্টিসটা তারা নিশ্চিত করবে।

Related posts

রাজধানীতে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী

Ny Bangla

শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মমতা ব্যনার্জির আপত্তি নেই

saeimkhan

বাংলাদেশ পরিস্থিতি ‘জঙ্গলের রাজত্ব’ বলছেন ভারতীয় রাজনৈতিক বিশেষজ্ঞেরা

Ny Bangla

‘শেখ হাসিনা দিল্লিতেই, ভারত ছেড়ে কোথাও যাননি’

Ny Bangla

বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিতে বাধাপ্রদান ও ন্যাক্কারজনক হামলার জার্মান আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Ny Bangla

বাংলাদেশ ব্যাংকে অনেক কিছুরই অদৃশ্য নীতিনির্ধারক ছিলেন সজীব ওয়াজেদ জয়

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy