অল্প সময়ে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বাজিমাত করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। জুলাই মাসে ৩১ কোটি ডলার নির্বাচনী তহবিল সংগ্রহ করেন কামালা। এই অর্থ তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দ্বিগুণেরও বেশি। হ্যারিসের প্রেসিডেনশিয়াল ক্যাম্পেইনের হাতে এখন ৩৭ কোটি ৭০ লাখ ডলার নগদ অর্থ রয়েছে।
এই তহবিলের সিংহভাগ ২০ কোটি ডলারেরও বেশি সংগ্রহ হয়েছে তার প্রচারণার প্রথম সপ্তাহে।
একটি বিবৃতিতে হ্যারিসের প্রচার দল জানিয়েছে, প্রথমবারের মতো নির্বাচনী তহবিলে অর্থ দিচ্ছেন, এমন দাতাদের থেকেই মোট তহবিলের দুই-তৃতীয়াংশ এসেছে।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণাশিবির জানায়, গত জুলাইয়ে তাদের তহবিলে ১৩ কোটি ৮৭ লাখ ডলার জমা পরে।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে বাইডেনের প্রচার দল ও ডেমোক্রেটিক পার্টি ৩৮ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করেছিল।
তবে গত মাসে হ্যারিসের তহবিলের একটি আলাদা বিশেষত্ব রয়েছে। এটি দেখিয়ে দিয়েছে, প্রার্থিতা দলের জন্য তহবিল সংগ্রহের গতিপথকে কতটা দ্রুত পরিবর্তন করে দেয়। কারণ বাইডেন সরে দাঁড়ানোর আগে ডেমোক্র্যাটদের তহবিল সংগ্রহ অনেক ধীর ছিল।
কামালার নির্বাচনী প্রচারণাশিবির জুলাই মাসকে প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে তৃণমূল পর্যায়ের তহবিল সংগ্রহের সবচেয়ে সেরা মাস হিসেবে আখ্যায়িত করেছে।