New York Bangla Life
অ্যামেরিকা

২০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ কামালা হ্যারিসের

দিন যত যাচ্ছে তত নির্বাচন নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনাও বাড়ছে। দেশটির আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে কামালা হ্যারিসের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত। অধিকাংশ সিনিয়র নেতাদের সমর্থনের পরপরই জোরালো প্রচারণা চালাচ্ছেন কামালা।

নির্বাচনী প্রচারণার সপ্তাহখানেকের মধ্যেই প্রায় ডলার ২০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেন কামালা হ্যারিসের প্রচারণা শিবির। এছাড়াও দলটির সমর্থক সংখ্যাও বেড়েছে প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো।

বার্তা সংস্থা রয়টার্স এর তথ্যানুযায়ী, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছেন কামালা। দুই নেতাই একে অপরকে কথার তীর ছুড়ছেন সমর্থকদের সামনে। ইতোমধ্যেই ডেমোক্র্যাট দলের অন্য নেতাদেরও সমর্থন পেয়েছেন কামালা।

কামালার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টা এখন অনেকটাই জোরালো হয়েছে। কেননা দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট নেতা বারাক ওবামাও ও তার স্ত্রী মিশেল কামালাকে সমর্থন করেছেন। এতে কামালার প্রেসিডেন্ট প্রার্থী হওয়াটা অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, আগামী ১০০ দিনকে সামনে রেখে ট্রাম্প এবং কামালা প্রচারণার চালিয়ে যাচ্ছেন। জুলাইয়ে ট্রাম্প ও বাইডেন ৩৩১ মিলিয়ন এবং ২৬৪ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেন।

এর আগে জুনে পর্যায়ক্রমে ট্রাম্প ও বাইডেন ২৮৪ মিলিয়ন এবং ২৪০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেন। কামালা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসার পর থেকে ডেমোক্র্যাট দলের তহবিল সংগ্রহের গতি অনেকটাই পাল্টে গেছে।

Related posts

মুসলিম ও আরব নেতাদের সঙ্গে কামালার জ্যেষ্ঠ উপদেষ্টার বৈঠক

Ny Bangla

১০ সেপ্টেম্বর ট্রাম্প ও কামালার প্রথম মুখোমুখি ডিবেট

Ny Bangla

নিউইয়র্কে বাপার বার্ষিক অ্যাওয়ার্ড ২০২৪

Ny Bangla

ডিবেটের আগে প্রচারে জোর কামালা–ট্রাম্পের

Ny Bangla

প্রেসিডেনশিয়াল ডিবেটে পরা স্যুট বেচে তহবিল জোগাচ্ছেন ট্রাম্প

Ny Bangla

অ্যামেরিকা ফ্লাইটে বন্দুক হামলা

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy