New York Bangla Life
Image default
আন্তর্জাতিক

২২ বছর পর্বতারোহীর অক্ষত মরদেহ উদ্ধার

পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। বিশ্বের পর্বতারোহীদের কাছে এ পর্বতগুলো বেশ আকর্ষণীয়।

পর্বত আরোহণের সময় নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে থাকেন পর্বতারোহীরা, অনেকে হারান প্রাণ। বেশিরভাগ ক্ষেত্রেই এদের মৃতদেহ ধ্বংসস্তূপ বা বরফখণ্ডের নিচে চাপা পড়ায় আর খুঁজে পাওয়া যায় না। তবে নিখোঁজের দীর্ঘ ২২ বছর পর পেরুর একটি পর্বত থেকে অ্যামেরিকান এক পর্বতারোহীর মরদেহ ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০২ সালে পেরুর বরফে আবৃত হুয়াসকারানের ২২ হাজার ফুট উচ্চতার পর্বতে আরোহণ করতে যান অ্যামেরিকান পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল (৫৯)। এ সময় তিনি এবং তার দলটি তুষারঝড়ের কবলে পড়েন।

পরে স্টাম্পফলকে খুঁজে পাওয়া না গেলে, তার সন্ধানে অভিযান চালানো হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

অবশেষে ৮ জুলাই তার মরদেহ ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার করেছে পেরুর পুলিশ। পুলিশ জানায়, ‘স্টাম্পফল এতদিন তুষারের নিচে চাপা পড়ে ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে যাওয়ায় তার মরদেহটি দৃশ্যমান হয়েছে।’

পুলিশের দেয়া ছবিতে দেখা গেছে, বরফের মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে। এমনকি তার সঙ্গে পাসপোর্টও পাওয়া গেছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করা গেছে।

এমনকি সেখানে এক ইসরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত মাসে আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করার সময় পড়ে গিয়ে ইতালির এক পর্বতারোহী মারা যান পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Related posts

অরুণাচলের ৬০ কিলোমিটার দখল করেছে চীনের সেনারা

Ny Bangla

ইযরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইরান

Ny Bangla

বাংলাদেশ পরিস্থিতি ‘জঙ্গলের রাজত্ব’ বলছেন ভারতীয় রাজনৈতিক বিশেষজ্ঞেরা

Ny Bangla

হাসিনার পতনে পাকিস্তান জড়িত; অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের

Ny Bangla

ভারতের সেভেন সিস্টার্সের ভেতরে ঢুকে পড়েছে চীন

Ny Bangla

ইউনূস সরকারকে সহায়তার আশ্বাস জাতিসংঘের

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy