New York Bangla Life
Image default
বাংলাদেশ

৫০ বছরে পুলিশের অফিসার পদমর্যাদার এত সদস্য মারা যাননি: কাজে ফিরবেনা পুলিশ সদস্যরা

৫০ বছরে পুলিশের অফিসার পদমর্যাদার এত সদস্য মারা যাননি

আন্দোলনরত পুলিশ সদস্যদের হট্টগোলের মধ্যে সভা শেষ না করেই চলে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ সভায় পুলিশ সদস্যরা ১১ দফা দাবি-দাওয়া তুলে ধরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। আন্দোলনত পুলিশ সদস্যদের সঙ্গে এই সভার আয়োজন করা হয় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে।

এরআগে পুলিশের সব ইউনিটের সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের অধিকাংশই কাজে ফেরেননি। তাদের কাজে ফেরানোর জন্যই রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সেখান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তারা বলেন, ৫০ বছরে পুলিশের ইতিহাস এটা ।

সভায় পুলিশ সদস্যরা দাবি–দাওয়া তুলে ধরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ছাড়াও মতবিনিময় সভায় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ডিএমপি কমিশনার মাইনুল হাসান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আন্দোলনরত পুলিশ সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে কথা বলেন আইজিপি। তাদের দাবি-দাওয়া বিষয়ে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি নিয়ে আগামী রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভার আহ্বান জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আন্দোলনরত পুলিশ সদস্যরা আইজিপির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এ সময় মতবিনিময় সভায় পুলিশের অফিসার ও পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন ক্ষোভ ও হতাশার কথা ব্যক্ত করেন। সভায় একজন কনস্টেবল বলেন, গত ৫ আগস্ট কনস্টেবল থেকে উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার যত পুলিশ সদস্য মারা গেছেন গত ৫০ বছরেও পুলিশের অফিসার পদমর্যাদার এতো সদস্য মারা যাননি।
তারা (আন্দোলনরতরা) দাবি করেন, পুলিশ সদস্যদের বিভিন্ন প্রস্তাব দ্রুত বাস্তবায়নে আইজিপি যে ৮ সদস্যের কমিটি করেছেন, সেই কমিটির পাশাপাশি কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার পুলিশ সদস্যের আরেকটি কমিটি তারা করবেন। তাদের সমস্যা ও সমাধান বাস্তবায়নে এই কমিটি কাজ করবে। এ সময় আইজিপিকে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।

এদিকে, আইজিপি বলেন, আমরা আহত পুলিশের অফিসার এবং পুলিশ সদস্যদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা করবো। তাদের জন্য প্রয়োজনে বিদেশ থেকে পরামর্শক আনা হবে। এছাড়া নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতি পূরণের জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। আপনারা (পুলিশ সদস্যরা) যে ১১ দফা দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আগামী রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসবো আপনাদের প্রতিনিধিদল নিয়ে। এছাড়া থানা পর্যায়ে কোনো জুনিয়র পুলিশ সদস্য সিনিয়র পুলিশ সদস্যের কাছে হয়রানি হবে না।

মতবিনিময় শুরুর আগে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে গিয়েছিলেন আহত পুলিশের অফিসার ও পুলিশ সদস্যদের দেখতে। বক্তব্যে সেটাও উল্লেখ করেন আইজিপি।
এই সময় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ বাহিনীর সংস্কার চেয়ে স্লোগান দেন।

উচ্চাভিলাষী পুলিশ সদস্য হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তির দাবি তোলেন তারা।

তবে দাবি-দাওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেন মিলনায়তনে উপস্থিত আন্দোলনরত পুলিশ সদস্যরা। তারা জোর দিয়ে বলেন, স্বরষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে রাজারবাগে আনতে হবে। আলোচনা হবে এখানেই।

এই বিষয়ে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক কনস্টেবল শোয়াইবুর রহমান জানান, আমরা আগামী রোববার (১১ আগস্ট) মিটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আমাদের জীবনের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবো না। প্রয়োজনে পুলিশের নাম, পোশাক সব সংস্কার করতে হবে।

আইজিপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে যে, ‘আমরা পূর্ববর্তী সময়ে ভুল করেছি’। এছাড়াও পুরো পুলিশ বাহিনী সংস্কার করে নতুন বাহিনী করতে হবে। এই বাহিনীর ঘোষণা দেবে ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

পুলিশের সংস্কারের বিষয়গুলো নিয়ে রাজারবাগে এমনই হট্টগোল বাধায় যা কোনো সুরাহা হয়নি। ফলে আন্দোলনরত বিভিন্ন পুলিশের অফিসার এবং পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করেননি

——————————————————————

আরো খবর দেখতে এখানে ক্লিক করুন এবং ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Related posts

শেখ হাসিনার শেষ খোলা চিঠি

Ny Bangla

‘মা মারা গেছে, আব্বু জেলে, আমরা চার ভাই-বোন কার কাছে থাকব’

Ny Bangla

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখন মূল চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Ny Bangla

বাংলাদেশে আওয়াজ উঠেছে ‘আগেই ভালো ছিলাম’

Ny Bangla

গণঅভ্যুত্থানে ১ হাজার ৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ

Ny Bangla

বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিতে বাধাপ্রদান ও ন্যাক্কারজনক হামলার জার্মান আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy