২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে অ্যামেরিকায় মুসলমানদের ওপর হামলা ও বৈষম্য ৭০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে অ্যামেরিকান মুসলমানদের অধিকার নিয়ে সোচ্চার থাকা সংগঠন কাউন্সিল অন অ্যামেরিকান–ইসলামিক রিলেশনস।
এ সংক্রান্ত এক বিবৃতিতে কেয়ার বলেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুসলিমবিদ্বেষ, মুসলিমদের ওপর হামলা ও বৈষম্য সংক্রান্ত মোট ৪ হাজার ৯৫১টি অভিযোগ নথিভুক্ত করেছে কেয়ার।
বিশেষজ্ঞরা বলেন, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে একদিকে অ্যামেরিকায় যেমন বাড়ছে ইহুদিবিদ্বেষ, তেমনি তার প্রতিক্রিয়া হিসেবে বাড়ছে অ্যামেরিকান মুসলিমদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব।
গত ৯ মাসে অ্যামেরিকার মুসলমানদের ওপর হামলার বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটে। নভেম্বরে ভারমন্টে ফিলিস্তিনি তিন ছাত্রকে গুলি, অক্টোবরে ইলিনয় স্টেটে ফিলিস্তিন বংশোদ্ভূত ছয় বছরের এক অ্যামেরিকান শিশুকে ছুরিকাঘাত, মে মাসে ভারমন্টে ফিলিস্তিন বংশোদ্ভূত তিন বছরের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টা এবং ফেব্রুয়ারিতে টেক্সাসে ফিলিস্তিন বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছুরিকাঘাতের মতো ঘটনা।
বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ৩৯ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।
সরকারি বিবৃতি ও বিভিন্ন মাধ্যম থেকে মুসলমানদের ওপর হামলা ও বৈষম্যের এ অভিযোগগুলো সংগ্রহ করতে ভিডিওর সহায়তা নিয়েছে সিএআইআর। শুধু তাই নয় ই–মেইলে, মানুষের সঙ্গে কথা বলে, এমনকি ইন্টারনেটের মাধ্যমেও তা সংগ্রহ করা হয়। এ ছাড়া যেসব ভুক্তভোগীর তথ্য গণমাধ্যমে পাওয়া গেছে, তাঁদের সঙ্গেও সিএআইআর যোগাযোগ করে।