সিরাজুল হোসেন, লেখক
২৬ লক্ষ ভারতীয় নিয়ে আসিফ নজরুলকে প্রশ্ন করলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। সার্কুলার রিজনিং ফ্যালাসি প্রয়োগ করে সেটা থেকে কেটে বেরিয়ে গেলেন আসিফ নজরুল যেটা খালেদ মুহিউদ্দিন ধরতেই পারলেন না।
তিনি সরকারে থাকতে ২৬ লক্ষ ভারতীয় এখনও কেন এই প্রশ্নে সেটা তার মন্ত্রণালয়ের বিষয় নয় বলে আবার কেটে বেরিয়ে গেলেন আসিফ নজরুল।
অস্তিত্ববাদী তত্ত্ব অনুসারে যাদের অস্তিত্ব আছে এবং যাদের অস্তিত্ব নাই এমন দুজনে যদি আলাপে লিপ্ত হয় তাহলে যাদের অস্তিত্ব আছে তারা তাদের মতের দায়িত্ব গ্রহণ করে কিন্তু যাদের অস্তিত্ব নাই তারা কখনই তাদের মতামতের দায়িত্ব গ্রহণ করে না। আলাপে লিপ্ত উভয়েরই যদি অস্তিত্ব না থাকে তাহলে ঐ আলাপই অর্থহীন।
সার্কুলার রিজনিং ফ্যালাসি নিয়ে একটু জানা যাক।
ধর্মে সার্কুলার রিজনিং ফ্যালাসি সবচেয়ে বেশী ব্যবহৃত যেমন কোন আলাপ হয়ত নিম্নরূপ:
প্রথম ব্যক্তি: “ঈশ্বর অবশ্যই আছেন।” (ক)
দ্বিতীয় ব্যক্তি: “সেটা আপনি কিভাবে জানেন?”
প্রথম ব্যক্তি: “কারণ বাইবেলে তাই বলে।” (খ)
দ্বিতীয় ব্যক্তি: “কেন আমি বাইবেল বিশ্বাস করব?”
প্রথম ব্যক্তি: “কারণ এটি ঈশ্বর নিজে প্রেরণ করেছেন।” (গ)
উপরের যুক্তি কাঠামোতে, লক্ষ্য করুন যে সর্বক্ষেত্রেই যুক্তিগুলো বৈধতার জন্য একে অপরের উপর নির্ভর করে:
খ-এর কারণে ক বিবৃতি সত্য।
খ বিবৃতি গ এর কারণে সত্য।
আবার ক-এর কারণে গ বিবৃতিটি সত্য।
এটা একটি এমন চক্র যেটি নিজের উপরেই নির্ভর করে একটি চক্র তৈরি করে ঘুরছে সুতরাং এটা প্রকৃতপক্ষে কোন যৌক্তিক সত্য নয়।
আর একটি উদাহরণ:
সাংবাদিক: “বর্তমান অর্থনৈতিক মন্দাকে ব্যাখ্যা করুন।”
অর্থনীতিবিদ: “অনেক লোক দেশ ছেড়ে চলে যাচ্ছে। আবাসন শিল্পে এটার প্রভাব খুব খারাপ, কারণ নতুন আবাসনের প্রয়োজন নেই, তাই কাজ নেই।”
সাংবাদিক: “কেন মানুষ দেশ ছাড়ছে?”
অর্থনীতিবিদ: “কারণ অর্থনীতি হতাশাগ্রস্ত অবস্থায়। এই মুহূর্তে অর্থনীতি এত ধীর হওয়ায় লোকেরা চাকরি খুঁজে পাচ্ছে না।”
এখানে, প্রশ্ন ও উত্তরের ক্রমটি একটি পূর্ণ বৃত্ত তৈরি করেছে: অর্থনীতি খারাপ অবস্থায় রয়েছে কারণ লোকেরা চলে যাচ্ছে, এবং খারাপ অর্থনীতির কারণে লোকেরা চলে যাচ্ছে।
সারা দুনিয়াতে মিডিয়াতে প্রথমে যাদের অস্তিত্ব নাই এমন লোকজন প্রতিষ্ঠিত হয়েছে যারা যাদের অস্তিত্ব আছে তাদের হেনস্তা করছে এবং অপমান করছে।
এর ফলেই যাদের অস্তিত্ব নাই এমন লোকজন ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে যাদের চ্যালেঞ্জ করার বা হেনস্তা করা বা অপমান করা সম্ভব নয় কারণ তারা কোন কিছুর দায়িত্ব নেয় না। ধর্মগ্রন্থগুলো বলে এরাই শয়তান।