লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইসরায়েল বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানান ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ ইসরায়েলকে যুদ্ধে টেনে আনলে লেবাননকে চড়া মূল্য দিতে হবে।
তিনি দাবি করেছিলেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তবে, সেনারা বৈরুত বা দক্ষিণ লেবাননের কোনো শহরে ঢুকছে না।
হাগারি বলেন, ‘এটি একটি অভিযান, একটি বর্ধিত অভিযান। আমরা যত দ্রুত সম্ভব এটি করব এবং হিজবুল্লাহর হুমকি প্রতিরোধ করবো। আমরা হিজবুল্লাহকে (সীমান্ত থেকে) পেছনে ঠেলে দেব।’
তবে এবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধরা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক দলের মুখোমুখি হয়েছেন।
বিবৃতিতে বলা হয়,ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে ইসরায়েলের সাম্প্রতিক স্থল অভিযানের ঘোষণার মাধ্যমে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ করে ওদাইসেহ এলাকায় প্রবেশের চেষ্টা করেছে, যেখানে তাদের মুখোমুখি হয় হিজবুল্লাহ। এই সংঘর্ষে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে হিজবুল্লাহ দাবি করেছে।
ইসরায়েলের হামলা লেবানন এবং গাজা উভয় জায়গায় চলমান, যার মধ্যে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের বিমান হামলা আরও তীব্র হয়েছে। বিশেষ করে গত সপ্তাহ থেকে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় ১,৯০০ জন নিহত হয়েছেন, এবং গাজায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যেখানে একাধিক পক্ষের মধ্যস্থানে সংঘর্ষের আশঙ্কা বাড়ছে।

previous post