বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে পারে, তবে তাদের প্রধান দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তিনি এ বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মূল ভূমিকার ওপর জোর দেন।
রাজধানীর মিরপুরে বিইউবিটির দুই শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী তার বক্তব্যের সময় শহীদদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
রিজভী বলেন, ‘শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনো সক্রিয়। এছাড়া তার আমলে করা বিভিন্ন চুক্তিগুলো কেনো জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না, সে প্রশ্নও থেকে যাচ্ছে। ফলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই।’
এই সাক্ষাৎ ও অনুদান প্রদানের মাধ্যমে রিজভী শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

previous post