ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানির মেয়ে ক্যারোলিন রোজ জুলিয়ানির। ভ্যানিটি ফেয়ারের এক নিবন্ধে তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী কামালার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন।
সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিন রোজ জুলিয়ানি বলেন, “দেশের গণতন্ত্রের জন্য ডনাল্ড ট্রাম্প মূর্তিমান হুমকি।” তিনি যুক্তি দেন যে, ২০২১ সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে ট্রাম্প একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন।
ক্যারোলিনের মতে, ট্রাম্পকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত, যেন তার নীতির ফলে যে ক্ষতি হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তিনি জানান, আমেরিকার সার্বিক স্বার্থ বিবেচনায় নভেম্বরের নির্বাচনে কামালা হ্যারিস বিজয়ী হবে বলে তার আশা রয়েছে।
রোজ দাবি করেন, তার বাবার জীবনটাও ট্রাম্প ধ্বংস করেছেন। তাই হ্যারিসকে নির্বাচিত করা না গেলে অ্যামেরিকার ভবিষ্যত বলে কোন কিছু থাকবে না।
এদিকে, নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে ভাইস প্রেসিডেনশিয়াল ডিবেটের কিছু অংশ নিয়ে বুধবার নতুন প্রচারণা ভিডিও প্রকাশ করেছে কামালা হ্যারিস ও টিম ওয়ালজের শিবির। ভিডিওতে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের প্রতি একটি প্রশ্ন রাখছেন, কিন্তু ভ্যান্স সেই প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে যাচ্ছেন।
‘অতীত ভুলে ভবিষ্যতের পথে হাটতে চান ভ্যান্স। কিন্তু নিজের বসের ভুল স্বীকার করতে রাজি নন তিনি। তাহলে কী করে শোধরাবেন’? সে প্রশ্ন রেখেই নতুন ভিডিওতে বলা হচ্ছে ট্রাম্পকে ভোট দিলে অতীতের সেই উদ্বেগ-উৎকন্ঠা বাস্তব হয়ে ধরা দেবে।
next post