সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শোকবার্তায় বলেন, একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রকাশ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
রাত পৌনে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।
২০০১ সালের ১৪ নভেম্বর অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।
পরে বি চৌধুরী বিএনপি ছেড়ে ২০০৪ সালের ৮ মে ‘বিকল্পধারা বাংলাদেশ’ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

previous post