আবারও ওয়ান ইলেভেনের মতো ‘মাইনাস টু ফর্মুলা’ দেখতে চায় না বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, রাজনীতি করি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি পছন্দ করি না। আবার ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা আমরা দেখতে চাই না। আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই।’
তিনি বলেন, ‘আমাদের বর্তমান সরকারকে, যারা আন্দোলন করেছে এবং আমরা সবাই মিলেই দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য। তাদের আমরা সময় দিচ্ছি, সময় দেবো। বারবার একটা প্রশ্ন উঠে আসে আপনারা কতদিন সময় দেবেন? আমরা সেই পর্যন্ত সময় দেবো, যে পর্যন্ত যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে।’
নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যে দেশে শিক্ষা একটা ভালো কাঠামোর মধ্যে থাকে না সে দেশে কিছুই হয় না। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘৭১–এর যুদ্ধ ভুলে যাওয়া সম্ভব নয়। যার প্রধান উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু সেই গণতন্ত্র বারবার ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্র দুইবার ধ্বংস করেছে ৭১–এর পর ২০১২–এর পর।’
তিনি আরও বলেন, ‘তারা কাজ করছে, তবে যতদ্রুত সম্ভব সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাই। যে ‘ভুত’গুলোকে নিয়ে তারা (আওয়ামী লীগ) দুর্নীতি করেছে, তারা এখনও প্রশাসনে আছে। এই ‘ভুত’গুলোকে দূর করতে হবে। না হলে আপনারা কোনোকিছুই করতে সক্ষম হবেন না।’
মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যা দিয়ে ভালো জাতি সম্ভব না। এখন পরিবর্তন করার সময়। শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে। যাঁরা জীবন দিল, তাঁদের প্রতি দায়িত্ব আছে।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান আমূল পরিবর্তন করেছিলেন। খালেদা জিয়াও। খালেদা জিয়া খুবই অসুস্থ। দোয়া করবেন। বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। তাঁর জন্য সমবেদনা।

previous post