যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং তার মেয়ে লিজ চেনি প্রকাশ্যে কামালা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন। গেল মাসে তারা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান, যা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
এবার উইসকনসিনে অনুষ্ঠিত একটি সভায় লিজ চেনি আবারও কামালা হ্যারিসের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রিপাবলিকান পার্টির সাবেক আইন প্রণেতা ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডকে “অনৈতিক” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, জীবনে প্রথমবারের মতো একজন ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প
অ্যামেরিকার গণতন্ত্রকে ধ্বংস করতে চান।
ওই একই সভায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী তার বক্তব্যে বলেন, যারা আমেরিকার সংবিধানকে বাতিল করার কথা বলেন, তাদের হোয়াইট হাউজে যাওয়ার কোনো অধিকার নেই।
কামালা হ্যারিস বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের মতো যারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাধা প্রদান করতে চায়, অ্যামেরিকার সংবিধানকে বাতিল করতে চায়, তাদের আবারও আমরা অ্যামেরিকায়র প্রেসিডেন্ট খোদাইকৃত সিলের পেছনে দাঁড়ানো অবস্থায় দেখতে চাই না।’
এদিকে মিশিগানে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, তিনি নির্বাচিত হলে কোনো অঙ্গরাজ্য জ্বালানি গ্যাস চালিত গাড়ি নিষিদ্ধ করতে পারবে না। ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএস স্টিলকে প্রায় ১৫শ কোটি ডলারে নিপ্পন স্টিল কিনে নেয়ার সিদ্ধান্তকে কর্তৃপক্ষ বৈধতা দিলেও ট্রাম্প জানান, প্রতিষ্ঠান বিক্রি ঠেকাতে সবকিছুই করতে প্রস্তুত তিনি।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গর্ভপাত প্রসঙ্গে স্বামীর বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এক ভিডিওবার্তায় মেলানিয়া জানান, গর্ভপাতের স্বাধীনতার প্রশ্নে আপোসের কোনো স্থান নেই।
কিংবদন্তি সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনও ইন্সটাগ্রামে একটি ভিডিওবার্তায় ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের প্রতি তার সমর্থন জানিয়েছেন।
previous post