পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ছয় সেনা ও ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মোহাম্মদ আলী শওকত। নিহত অন্য সেনারা হলেন ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ।
উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের সময় নিহত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী শওকত এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। অভিযানের একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের হুমকির মূলোৎপাটন করতে বদ্ধপরিকর। আমাদের নিহত সেনাদের আত্মত্যাগ আমাদের শক্তিকে আরও শাণিত করবে।”
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে যে নিহত ছয় সন্ত্রাসীর মধ্যে সবাই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য ছিলেন। পাকিস্তান সরকার টিটিপিকে একটি ‘ফিতনা আল খাওয়ারিজ’ সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিহত সন্ত্রাসীদের মধ্যে টিটিপির একজন শাখাপ্রধান আতাউল্লাহও ছিলেন, যিনি মেহরান নামেও পরিচিত।

previous post