হারিকেন হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফেডারেল সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্লোরিডা এবং জর্জিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর তিনি বলেন, তার প্রশাসন ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে যতদিন লাগুক না কেন, প্রশাসন তাদের পাশে থাকবে।
প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, হারিকেন হেলেনের আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো আবার ঘুরে দাঁড়াবে।
হারিকেন হেলিনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সফর করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি তিনি নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনায় হেলিনের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তিনি জর্জিয়া এবং ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোও পরিদর্শন করেন।
ফ্লোরিডায় পৌঁছে প্রেসিডেন্ট জো বাইডেন হারিকেন হেলিনের প্রভাবে ধ্বংসস্তূপে পরিণত এলাকাগুলো পরিদর্শন করেন এবং উদ্ধারকাজে নিয়োজিত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। উদ্ধার কার্যক্রম এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফিমা) কর্মকর্তারা।
পরে জর্জিয়ার ভেলডস্টায় এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, হারিকেন হেলিন ফ্লোরিডা এবং জর্জিয়ায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, অসীম এই ক্ষয়ক্ষতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরানো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে তার প্রশাসন।
প্রেসিডেন্ট জো বাইডেন দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগ কাটিয়ে উঠতে ফেডারেল সরকার কোনো প্রচেষ্টা কম রাখবে না বলে প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উপদ্রুত এলাকার বাসিন্দারা আবার ঘুরে দাঁড়াবে।
এসময় তিনি উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের ক্লান্তিহীন প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কাজের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, রাজনীতির উর্ধ্বে থেকে জাতীয় এই দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উভয় দলের আইনপ্রণেতারা।
ক্ষতিগ্রস্ত স্টেইটগুলোতে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, খাদ্য, ওষুধ থেকে শুরু কোরে পুনর্বাসনে প্রয়োজনীয় সবধরণের সহায়তা নিশ্চিত করা হবে।