লেবাননের রাজধানী বৈরুত একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাবাহিনী বৈরুতের বিমানবন্দর লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, বৈরুতের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সংযোগ বিচ্ছিন্ন করতে ইসরায়েলি বাহিনী পরপর দুই দিন হামলা চালিয়েছে।
ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ চুপ করে বসে নেই। ইসরাইলি সেনাদের উত্তর ঘাঁটিতে তারা রকেট হামলা চালাচ্ছে। এছাড়া, ইসরাইলের পূর্ব সীমান্তে হিজবুল্লাহর এক হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে সিএনএন একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। স্টেট ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানাচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা না চালানোর বিষয়ে বাইডেন প্রশাসনকে কোনো নিশ্চয়তা দেয়নি।
ফলে মধ্যপ্রাচ্য সংঘাত যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে। তবে হোয়াইট হাউযের ব্রিফিংয়ে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি নেতানিয়াহুর জায়গায় থাকলে ইরানের তেল স্থাপনায় হামলার বিকল্প ভাবতেন। এছাড়া, লেবাননে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ১৫৭ মিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর।
গেল এক সপ্তাহে লেবানন-ইসরাইল সংঘাতে নড়েচড়ে বসেছে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রিসেন্টের মতো সংস্থা। ইসরাইলি অভিযানে লেবাননে দেড় শতাধিক শিশু ও আড়াইশ’র বেশি নারী নিহত হওয়ায় ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে জাতিসংঘের মুখপাত্র ।
আকাশ ও সড়ক পথে ইসরাইলি হামলার আশঙ্কা থাকায় চরম আতঙ্কে দিন পার করছেন লেবাননে অবস্থানরত প্রবাসীরাও। এরইমধ্যে, নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে কলোম্বিয়া, স্পেন, নেদারল্যান্ডস ও গ্রীস। নেদারল্যান্ডের বিমানবন্দরে পৌঁছে পরিবারের সাথে মিলিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন অনেকে।
ইসরাইলি অভিযান অব্যাহত আছে ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিমতীরে। শুক্রবার ওয়েস্ট ব্যাংকের তুলক্রাম শহরে শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে হামাসের একজন কমান্ডার ছিলেন বলে নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠনটি।

next post