ইলন মাস্ক ৫ অক্টোবর প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দেন পেনসিলভেনিয়ার বাটলার শহরে। ট্রাম্প এই সমাবেশে সেই মঞ্চে উপস্থিত ছিলেন যেখানে ১৩ জুলাই গুলিবিদ্ধ হয়ে আহত হন। মাস্ক সমাবেশে বক্তব্য দেন এবং ট্রাম্পের সমর্থনে বলেন, এটি অ্যামেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
সিএনএন জানায়, জুলাইয়ে গুলির ঘটনায় নিহত সমর্থক কোরি কম্পেরাটোরের প্রতি সম্মান জানিয়ে সমাবেশ শুরু করেন ট্রাম্প। নিরাপত্তার স্বার্থে কাচ দিয়ে ঘেরা মঞ্চে বক্তব্য দেন সাবেক প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘১২ সপ্তাহ আগে এমনই এক সন্ধ্যায় এখানে একজন ঠান্ডা মাথার খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি কখনো হাল ছাড়ব না।’ এ সময় উপস্থিত সমর্থকেরা ‘লড়াই, লড়াই, লড়াই’ বলে স্লোগান দেন।
ডোনাল্ড ট্রাম্প তার সমাবেশে বক্তব্যের সময় টেসলার সিইও এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে মঞ্চে ডেকে নেন।
ইলন মাস্ক তার বক্তব্যে ট্রাম্পকে সমর্থন জানান এবং সমর্থকদের ট্রাম্পকে ভোট দেওয়ার পাশাপাশি তাদেরকে “লড়াই করার” আহ্বান জানান। এটি ছিল প্রথমবারের মতো কোনো ট্রাম্প সমাবেশে মাস্কের উপস্থিতি, যদিও এর আগে তিনি ট্রাম্পকে সমর্থন করার ঘোষণা দিয়েছিলেন।
জুলাইয়ের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান ইলন মাস্ক। সমাবেশে তিনি বলেন, ‘অ্যামেরিকার গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হবে।’
গত ১৩ জুলাই পেনসিলভানিয়া রাজ্যের বাটলারে রিপাবলিকান দলের নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়। এ ঘটনায় ট্রাম্প বেঁচে গেলেও দর্শকসারিতে থাকা তার এক সমর্থক নিহত হন। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী।
previous post