অ্যামেরিকার মিশিগানের ফ্লিন্টে আরব অ্যামেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কামালা হ্যারিস। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরাইলের চলমান যুদ্ধে অ্যামেরিকার অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব অ্যামেরিকান ও মুসলিম ভোটাররা।
মিশিগানের ফ্লিন্টে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস অ্যামেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে অ্যামেরিকার সমর্থনের কারণে দেশটির অনেক আরব অ্যামেরিকান ও মুসলিম ভোটার ক্ষোভ প্রকাশ করেন। এই সম্প্রদায়গুলোর ক্ষোভের কারণে তাদের সমর্থন ধরে রাখা ডেমোক্র্যাট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। হ্যারিস এই বৈঠকের মাধ্যমে তাদের উদ্বেগ শোনার চেষ্টা করেন এবং নির্বাচনে তাদের সমর্থন নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছেন।
এ অবস্থায় তাদের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ওই সাক্ষাৎ করলেন কামালা হ্যারিস। মুসলিম ও আরব ভোটারদের সঙ্গে নিজের দূরত্ব কমাতে সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন কামালা হ্যারিস।
২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটাররা খোলামেলাভাবেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছিলেন। তবে এবার ডেমোক্র্যাট প্রার্থীর প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারেন তারা। আর তা হলে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্টেইটগুলোর একটি মিশিগানে কামালাকে মূল্য দিতে হতে পারে।
ইসরাইলের সঙ্গে ইরান, লেবানন, ফিলিস্তিনের সংঘাত নিয়ে চলা সংকট অ্যামেরিকা সরকার যেভাবে মোকাবিলা করছে তা নিয়ে আরব অ্যামেরিকানও মুসলিম নেতারা গভীর হতাশা প্রকাশ করেছেন। কামালাকে এসব যুদ্ধ থামাতে তার ক্ষমতা অনুযায়ী সবকিছু করা এবং এ অঞ্চল নিয়ে নীতি পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়েছেন তারা।
কামালার নির্বাচনি প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গতকালের (শুক্রবার) বৈঠকে কামালা হ্যারিস ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা, বেসামরিক লোকজনের প্রাণহানি ও লেবাননে সাধারণ মানুষের বাস্তুচ্যুতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ওই কর্মকর্তারা জানান, বৈঠকে কীভাবে ইসরাইলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধ বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা করেছেন কামালা। ইসরাইলের সঙ্গে ইরান, হিজবুল্লাহ ও হামাসের সংঘাতকে ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর সম্ভাবনা এড়ানোর প্রচেষ্টা নিয়েও তারা আলাপ করেছেন।
মুসলিম অ্যামেরিকান পরামর্শক গ্রুপ এমগেজ অ্যাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ায়েল আলজায়াত সম্প্রতি ডেমোক্র্যাট প্রার্থী কামালার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
বৈঠক শেষে তিনি বলেন, ইসরাইলের সঙ্গে ইরান, লেবানন, ফিলিস্তিনের সংঘাত নিয়ে চলা সংকট অ্যামেরিকা সরকার যেভাবে মোকাবিলা করছে তা নিয়ে আরব অ্যামেরিকানও মুসলিম নেতারা গভীর হতাশা প্রকাশ করেছেন। কামালাকে এসব যুদ্ধ থামাতে তার ক্ষমতা অনুযায়ী সবকিছু করা এবং এ অঞ্চল নিয়ে নীতি পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়েছেন তারা।