নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভোটে অংশগ্রহনের জন্য নিউইয়র্কে ভোটার রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের সময় আছে আর মাত্র ২০ দিন। ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারলেই নাগরিকরা আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন।
নিউ ইয়র্ক স্টেটে ভোটার রেজিস্ট্রেশন অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য কর্তৃপক্ষ ২৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। www.ny.gov/services/register-vote এই সাইটে গিয়েও ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন নাগরিকরা।
বাংলাদেশী কমিউনিটির জন্য, যারা অ্যামেরিকায় বসবাস করছে, তাদের নিজেদের অধিকার ও সুবিধাগুলো আদায় করতে এবং আগামী প্রজন্মের ভবিষ্যতসহ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সমাজের বিশিষ্টজনরা।
বিলক্ষণ, স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রত্যক্ষ অংশগ্রহণ একটি সমাজের উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য অপরিহার্য। বাংলাদেশী কমিউনিটির সদস্যরা যদি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ না করার কারণে , তারা তাদের অধিকার ও প্রয়োজনের বিষয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হারান।

previous post