‘হোক পুরাতন, আজও নতূন’, শিরোনামে গত ৬ অক্টোবর ২০২৪, রবিবার জ্যামাইকা কালী মন্দিরে আয়োজিত হয়ে গেল শাস্ত্রীয় রবীন্দ্র- নজরুল টপ্পা সঙ্গীতের মিলন সন্ধ্যা । পরিবেশনা করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সংগীত বিভাগের বিভাগীয় প্রধান বিদুষী রাজ্যশ্রী ঘোষ। হল ভর্তি শ্রোতাদের সবাইকে উচ্চাঙ্গ সংগীতে বিমহিত করেন শিল্পী বিদ্যূষী রাজ্যশ্রী ঘোষ। এরই মাঝে শিল্পী ঘোষনা করেন, এবার একটা ইসলামী গান হোক, কি বলেন? আমরা কোলকাতায় কিন্তু হিন্দু মুসলমান আলাদা করিনা। এরপর কয়েকটি ইসলামী গজল গান। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মিলন সন্ধ্যার আয়োজক ছিল ‘ডায়াস্পোরা ইউ.এস.এ.ইনক। সহযোগীতায় ছিল জ্যামাইকা কালী মন্দির।
previous post