নিউ ইয়র্কের ব্রুকলিনে ক্রাউন হাইটসের ইউটিকা অ্যাভিনিউ স্টেশনে ছুরিকাঘাতে এমটিএ কন্ডাক্টর এমরায়ান পোলাক (৬০) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে, এবং পুলিশের মতে সন্দেহভাজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
ব্রুকলিনের ক্রাউন হাইটসে ইউটিকা অ্যাভিনিউ স্টেশনে এমটিএ কন্ডাক্টর এমরায়ান পোলাককে এলাপাথাড়ি কোপানোর পর তাকে দ্রুত উদ্ধার করতে ছুটে আসেন কর্মকর্তারা। পোলাক মঙ্গলবার সকালে সাউথবাউন্ড ট্রেনে তার দায়িত্ব পালন করছিলেন, তখনই এই হামলার শিকার হন।
এমরায়ান পোলাক, যিনি ৩০ বছর ধরে এমটিএতে কর্মরত ছিলেন, সেইদিন শেষ স্টেশনে যাত্রীদের ট্রেন থেকে নামার জন্য নির্দেশ দেন। এমটিএর চেয়ার এবং সিইও জেনো লিবার জানান, পোলাক সন্দেহভাজন ব্যক্তিকে নামতে বলার পর তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এবং তারই এক পর্যায়ে ওই সন্দেহভাজন তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
এমটিএর চিফ সিকিউরিটি অফিসার মাইকেল কেম্পার জানান, ঘটনাস্থলের খুব কাছেই ট্রানজিট পুলিশের সদস্যরা অবস্থান করছিলেন। ছুরিকাঘাতের সময় হওয়া হট্টগোল দেখে তারা দ্রুত সেখানে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এমটিএ কন্ডাক্টর এমরায়ান পোলাকের ওপর হামলার ঘটনায় ২৪ বছর বয়সি সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। গুরুতর আহত পোলাককে কিংস কাউন্টি হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
কর্মকর্তারা এই হামলাকে ট্রানজিট সিস্টেমে ক্রমবর্ধমান অপরাধপ্রবণতার সাম্প্রতিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। এমটিএর চেয়ার জেনো লিবার বলেন, সাবওয়ে ট্রেনের নিরাপত্তার ঘাটতি যাত্রী ও কর্মীদের ওপর গভীর প্রভাব ফেলছে। তিনি আরও জানান, এই সন্দেহভাজন হামলাকারী এর আগেও এমটিএ কর্মী এবং যাত্রীদের ওপর আক্রমণ চালিয়েছিলেন।
ভুক্তভোগী পোলাক একজন পরিশ্রমী কর্মী। তার সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানান এমটিএ প্রধান।

previous post