বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে বলেছেন- প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে, আমরা রিসেট বাটন পুশ করেছি; এভ্রিথিং ইজ গন; অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলবো।
দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে। এই রিসেট বাটন শব্দযুগল নিয়ে চলছে নানা সমালোচনা। এবার শব্দটির ব্যাখ্যা নিয়ে হাজির হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সাক্ষাৎকারটি সম্প্রতি ইউনূস দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে। সেখানে রিসেট বাটন শব্দ দুটি ব্যবহার করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং দাবি করেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকার ঘিরে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ‘রিসেট বাটন’ চাপার কথা বলে তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস রিসেট বাটন চাপার কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে; অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে। এই অবস্থা থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি।
বিবৃতিতে আরও বলা হয়, এখানে উল্লেখ্য কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন। এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার। ড. ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসার পর হজরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন- জুলাই-আগস্ট অভ্যুত্থানে জনগণ নেতৃত্ব দিয়েছে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতাযুদ্ধ।
প্রধান উপদেষ্টার রিসেট বাটন চাপা নিয়ে সম্প্রতি মন্তব্য করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সদ্য বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। এর জের ধরে তাকে প্রথমে ওএসডি করা হয়। এর পর সাময়িক বরখাস্ত করা হয়। ঊর্মির বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।
প্রধান উপদেষ্টাকে নিয়ে ঊর্মি তাঁর আইডিতে লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।