আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কামালা হ্যারিসের সমর্থনে একটি সংগীতায়োজনের ভিডিও ধারণ করেছেন। ৩০ মিনিটের এই ভিডিওটি কামালার প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হবে।
রোববার ১৩ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টায় এশিয়ান-অ্যামেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (AAPI) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আর রাহমানের সংগীতায়োজনের ভিডিও প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এ আয়োজনে এ আর রাহমানের শ্রোতাপ্রিয় কিছু গান অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়াও, কামালা হ্যারিসের প্রচারণার পক্ষে একটি বার্তা থাকবে, যেখানে তিনি এশিয়ান-অ্যামেরিকান এবং প্যাসিফিক আইল্যান্ডার (AAPI) সম্প্রদায়ের প্রতি তার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন।
এএপিআই ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহান বলেন, ‘এই সংগীতায়োজনের মধ্য দিয়ে এ আর রাহমান অ্যামেরিকার অগ্রগতি ও প্রতিনিধিত্বের সপক্ষে দাঁড়ানো নেতা ও শিল্পীদের কাতারে নিজের কণ্ঠস্বরকে যুক্ত করেছেন।’
এএপিআই ভিক্টরি ফান্ড একটি রাজনৈতিক কমিটি। এই কমিটি অ্যামেরিকার নির্বাচনে এশীয় অ্যামেরিকান ও হাইতিয়ান ভোটারদের দেশের ভবিষ্যৎ নিয়ে মতামত নির্ধারণে প্রভাবক হিসেবে কাজ করে।
previous post
next post