সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে, অ্যামেরিকার নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করার কোনো বিকল্প নেই।
মেলানিয়া ট্রাম্প তার সাক্ষাৎকারে অভিযোগ করেন যে, অ্যামেরিকায় নির্বাচনকে ঘিরে একটি “বিষাক্ত পরিবেশ” তৈরি হয়েছে, এবং এর জন্য তিনি ডেমোক্র্যাটদের দায়ী করেন। মেলানিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে হামলা ও আক্রমণ চলছে, তা প্রমাণ করে কারা আসলে দেশের গণতন্ত্রের জন্য হুমকি। তিনি আরও দাবি করেন যে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জীবনও এখন হুমকির মুখে, এবং এই পরিস্থিতি দেশকে একটি বিপজ্জনক অবস্থায় নিয়ে যাচ্ছে।
ডেমোক্র্যাটরা ট্রাম্পের ওপর একের পর এক হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে মেলানিয়া দাবি করেন, ডেমোক্র্যাটরা তার স্বামীকে ঘিরে যেভাবে বক্তব্য দিচ্ছে তাতে তিনি ট্রাম্পের জীবন নিয়ে সংশয়ে দেখছেন।
মেলানিয়া ট্রাম্পকে তার ভবিষ্যৎ ফার্স্ট লেডি হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগের চার বছরে ফার্স্ট লেডি হিসেবে যা শিখেছেন, সেগুলো তিনি আবারও কাজে লাগাবেন।
মেলানিয়া ট্রাম্প তার সাক্ষাৎকারে আরও উল্লেখ করেন যে, নারী ও শিশুদের জন্য কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি তার নিজস্ব উদ্যোগ “ফস্টারিং দ্য ফিউচার” নিয়ে নতুন করে কাজ করতে চান। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ প্রদান ও তাদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়তা করা।
মেলানিয়া ট্রাম্প, ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে, ডোনাল্ড ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কেন গুরুত্বপূর্ণ, সে প্রসঙ্গে বলেন যে, তার স্বামীর শাসনামলে দেশ নিরাপদ ছিল এবং উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। তিনি আরও বলেন, সেই স্থিতিশীলতা ও অগ্রগতি ফিরিয়ে আনতে ডোনাল্ড ট্রাম্পের আবারও প্রেসিডেন্ট হওয়া জরুরি।
মেলানিয়া ট্রাম্প সাক্ষাৎকারে স্লোভেনিয়া থেকে হোয়াইট হাউজ পর্যন্ত তার যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেন।