চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকায় লোকনাথ মন্দিরের সেবায়েত সুকুমার দাসের (৮০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সুকুমার দাস নিজের প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরের সেবায়েত ছিলেন। সুকুমার দাসের লাশ তাঁর বাড়ির পাশে পুকুরপাড়ে একটি আমলকীগাছের সঙ্গে একটি দড়িতে ঝুলছে।
সুকুমার দাসের মেজ ছেলে ঝন্টু দাস অভিযোগ করেন, তাঁর বাবাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেভাবে তাঁর শরীর মাটির সঙ্গে লাগানো ছিল, সেভাবে রশিতে ঝুলে কেউ আত্মহত্যা করতে পারেন না।
লোকনাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকে সুকুমার দাস সেখানে সেবায়েতের দায়িত্ব পালন করেছেন। প্রতিদিন তিনি রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে যান। এরপর মন্দিরে এসে প্রার্থনা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সুকুমার দাসের লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।
ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলা করা হবে।
previous post