
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আজ সোনারগাঁও হোটেলের বলরুমে বসেছিল ক্রিকেটারদের মিলনমেলা। তবে এই মিলনমেলা কেবল বর্তমান-সাবেক ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ঢালিউডের ‘কিং খান’খ্যাত শাকিব খানের উপস্থিতি ড্রাফটে অন্য মাত্রা যোগ করেছিল।

মাইক্রোফোনের বুমের এই স্তূপই বলে দিচ্ছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট নিয়ে আগ্রহ কতটা তুঙ্গে ছিল।

দুই ভুবনের দুই বাসিন্দা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ঢালিউড তারকা শাকিব খান। বিপিএল একমঞ্চে মিলিয়ে দিয়েছে তাঁদের।

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে চিত্রনায়ক শাকিব খান। ১১তম বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলান।

শাকিব খান নিশ্চয়ই মজার কিছু বলেছেন মেহেদী হাসান মিরাজকে। বাংলাদেশ অলরাউন্ডারের হাসিটা অন্তত তেমন কিছুই বলছে।