ডেমোক্র্যাটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া দেশের জন্য একটি বড় ধরনের হুমকি এবং বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে। তিনি ট্রাম্পকে দিন দিন “অস্থির, উম্মাদ ও অনিয়ন্ত্রিত” হয়ে উঠছে বলে বর্ণনা করেছেন।
সোমবার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এরি কাউন্টির টাউন হলে অনুষ্ঠিত এক জনসভায় হ্যারিস এই মন্তব্য করেন। তাঁর মতে, ট্রাম্পের নেতৃত্ব দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায়বিচারের জন্য অত্যন্ত বিপজ্জনক।
কামালা হ্যারিস বলেন, যদি ডোনাল্ড ট্রাম্প জয়ী হন, তবে তিনি ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নিজেকে স্বৈরশাসক রূপে প্রকাশ করবেন। হ্যারিসের মতে, ট্রাম্পের এ ধরনের আচরণ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য একটি গুরুতর হুমকি।
তিনি আরও অভিযোগ করেছেন যে, ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন এবং দেশের সংবিধানকে বিলুপ্ত করার মতো ঔদ্ধতপূর্ণ কথাবার্তা বলেছেন।
কামালা হ্যারিস বলেছেন, গত বছরগুলোতে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জাহির করার ছাড়া আর কিছুই করেননি। তিনি জানান, ট্রাম্পের পরিকল্পনা এবং কার্যক্রম সম্পর্কে জানার জন্য অন্যের কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই; বরং, ট্রাম্পের নিজ বক্তব্যই যথেষ্ট।
হ্যারিস বলেন, ট্রাম্পের বিভিন্ন জনসভায় দেওয়া বক্তব্য এবং প্রতিশ্রুতিগুলো স্পষ্টভাবে তার প্রকৃত অবস্থান এবং উদ্দেশ্য তুলে ধরে।
হ্যারিস বলেন, ডেমোক্র্যাটরা সব সময় দেশকে এগিয়ে নিতে এদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কাজ করে। এবারও তার ব্যতিক্রম হবে না। জয়ী হলে মূল্যস্ফীতি কমিয়ে আনার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, প্রজনন স্বাস্থ্যসেবার অধিকারসহ মধ্যবিত্ত শ্রেনীর জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে জানান হ্যারিস। একই সাথে দেশকে সুরক্ষিত করতে সব কিছুই করা হবে।
কামালা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন, যেখানে ট্রাম্প বলেন , যাঁরা তাঁকে সমর্থন করবেন না, তারা দেশের শত্রু। ট্রাম্পের দাবি, এই শত্রুদের দমনে সেনাবাহিনীকে ব্যবহার করা হবে।
হ্যারিস বলেন, ট্রাম্পের এ ধরনের মন্তব্য দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সমাজের মৌলিক নীতির প্রতি গুরুতর আঘাত। তিনি উল্লেখ করেন যে, ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদের বাইরের শত্রুর চেয়েও বড় শত্রু হিসেবে দেখছেন, যা একটি দেশের জন্য মারাত্মক বিপদজ্জনক।

previous post