ডেমোক্র্যাটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নির্বাচনি প্রচারণায় চার নারী অংশগ্রহণ করেছেন। তারা শনিবার পেনিসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের উদ্বুদ্ধ করার কাজে নিয়োজিত হয়েছেন।
প্রচারণা চালানো নারীরা আসলে কামালা হ্যারিসের লাইন সিস্টার, যারা আলফা কাপা আলফা সরোরিটি গ্রুপের সদস্য। এই গ্রুপটি ১৯৮৬ সালে হাওয়ার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী থাকাকালীন প্রথম প্রতিষ্ঠিত হয়। হ্যারিসের প্রতি তাদের একনিষ্ঠ সমর্থন এবং এই সংগঠনের মাধ্যমে তারা নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করছেন।
কামালা হ্যারিস ব্যক্তি জীবনে কেমন, কতটুকু দায়িত্ব সচেতন এই বিষয়গুলো তুলে ধরেন ডিভাইন নাইনের ৩৮ বছর বয়সী এই চার নারী।
আলফা কাপা আলফা হচ্ছে ডিভাইন নাইনের একাংশ। এটি ঐতিহাসিক ব্ল্যাক ফ্রাটেরনিটিজ অ্যান্ড সরোরিটিস গ্রুপ।
ডিভাইন নাইন ব্ল্যাক গ্রিক লাইফের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর সদস্যরা আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ে নেতৃত্ব, সমর্থন এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে।
এসব গ্রুপের শীর্ষ সদস্যদের মধ্যে ছিলেন মার্টিন লুথার কিং , রোজা পার্ক এবং জন লুইসের মতো সিভিল রাইটস মুভমেন্টের নেতারা। আরো ছিলেন, লেখক টনি মরিসন এবং কংগ্রেসওম্যান শার্লি চিজম।
চলতি বছর কামালা হ্যারিসের পক্ষে তার লাইন সিস্টাররা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। বিশেষ করে, তারা ব্যাটেলগ্রাউন্ড স্টেটগুলোর মধ্যে পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, এবং নেভাডায় স্বেচ্ছাসেবী নিয়োগ করছেন এবং ভোটারদের উদ্দীপিত করতে কাজ করছেন।
ডিভাইন নাইনের সদস্যরা রাজনৈতিক অ্যাকশন কমিটি (PAC) শুরু করেছেন, যারা কামালা হ্যারিসের জন্য তহবিল সংগ্রহের কাজ করছেন।
আলফা পাই আলফা গ্রুপের সদস্য এবং ডিভাইন নাইন বইয়ের লেখক লরেন্স লুই বলেন, এবারের প্রেসিডেনশিয়াল প্রার্থীদের একজনের সাথে এই গ্রুপের সরাসরি সংযোগ রয়েছে। তাও আবার গ্রুপ সৃষ্টির সময় থেকেই।
ওগেমা সাই ফাই’র এক সদস্য জানান, ফিলি থেকে বস্টন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের উদ্বুদ্ধ করার কাজটি বেশ উৎসাহ নিয়েই করছেন তিনি। হ্যারিসের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদি এই গ্রুপের সদস্যরা। তাদের মতে, তরুণ ভোটাররা বিশ্বাস করেন হ্যারিসকে, আস্থা রাখেন কাজের প্রতি দায়িত্ববোধকে।
previous post