নিউইয়র্কে বাংলাদেশী-অ্যামেরিকান পুলিশ এসোসিয়শন বাপার বার্ষিক অ্যাওয়ার্ড ২০২৪ বিতরণ অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর কুইন্সের একটি পার্টি হলে। পেশাগত দায়িত্ব পালনের জন্যে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারি অফিসারদের সম্মান জানানোর মধ্যদিয়ে অন্যদেরকেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনে উৎসাহিত করার অভিপ্রায়ে নিউইয়র্ক সিটি পুলিশে কর্মরত বাংলাদেশি অফিসারদের অ্যাওয়ার্ড দেয়া হয়।
সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, পুলিশের কমিশনার থমাস জি ডনলন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল নাজমুল হুদা-সহ কম্যুনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি সাডে ৫ শতাধিক অতিথির সরব উপস্থিতিতে এই অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও অ্যামেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে।
আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান বাপার প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিক, প্রথম ভাইস প্রেসিডেন্ট এ কে এম আলম, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ চৌধুরী, সেক্রেটারি রাশেকুল মালিক, মিডিয়া লিঁয়াজো জামিল সারোয়ার জনি,করেসপন্ডেন্ট সেক্রেটারি সৈয়দ এনায়েত আলী, কম্যুনিটি লিঁয়াজো সর্দার আল মামুন, ট্রেজারার মেহেদী মামুন, কো-ট্রেজারার জসীম মিয়া। সবকিছু তদারকি করেন ইভেন্ট কো-অর্ডিনেটর শেখ আহমেদ।
২০১৫ সাল থেকে বাপা এমন অনুষ্ঠানের আয়োজন করছে। পুলিশ কমিশনার থমাস জি ডনলন বাংলাদেশি অফিসারদের প্রশংসা করেন। নতুন কম্যুনিটির সদস্য হিসেবে গত কয়েক বছরে অন্তত: আড়াই হাজার বাংলাদেশি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিপুল করতালির মধ্যে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারি অফিসারদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।
next post