বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ফের রাজপথে নামার আগে নির্বাচনের তারিখ ঘোষণা জরুরি, যাতে রাজনৈতিক অচলাবস্থা নিরসন হয় এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হয়।
জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ডেমোক্রেটিক পার্টির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মণির স্মরণসভায় এ দাবি জানান তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, আবারও যেন রাজপথে নামতে না হয়, নির্বাচনের তারিখ দিন।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, আয়না ঘরের সৃষ্টি করেছে তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে ড. ইউনূসের সরকারকেই।
তিনি আরও বলেন, সংস্কার এবং নির্বাচন একসঙ্গে করতে হবে। সংস্কারের নামে শেখ হাসিনার প্রেতাত্মারা সরকারি পদগুলোতে বসার সুযোগ খুঁজছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না।
এর আগে সকালে প্রেসক্লাবের বাইরের এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দুমাস হয়ে গেছে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হয়নি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যারা গণহত্যা চালিয়েছে অনতিবিলম্বে তাদের বিচার হতে হবে।
নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, এত অপেক্ষা কিসের আপনাদের। ভোটের আশায় মানুষ শেখ হাসিনাকে নামিয়েছে। একটা দিনতারিখ দিয়ে সব কাজ শুরু করেন।
তিনি আরও বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। আপনারা কাজ শুরু করেন। যতটুকু পারবেন করেন, বাকিটা করবে নির্বাচিত সরকার।

previous post